ওয়েলবেকের প্রশংসায় ভেঙ্গার

মাথাভাঙ্গা মনিটর: গালাতাসারাইয়ের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে দলকে জেতানোর পর ড্যানি ওয়েলবেককে প্রশংসায় ভাসালেন আর্সেন ভেঙ্গার। ইংল্যান্ডের এ ফরোয়ার্ডের গতির প্রসঙ্গ তুলে তাকে বিদ্যুত গতির বললেন আর্সেনালের কোচ। নিজেদের মাঠ এমিরেটসে গত বুধবার ৪-১ গোলে জয় পায় হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা আর্সেনাল। ২৩ বছর বয়সী ওয়েলবেক প্রথমার্ধেই দু গোল করেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ হ্যাটট্রিক নিয়ে সবশেষ ৩ ম্যাচে ৪ গোল পেলেন ওয়েলবেক। ওয়েলববেকের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে ভেঙ্গার বলেন, আমি জানতাম ও গতিশীল। কিন্তু ও তো বিদ্যুত গতির। আশা করি যে, এ হ্যাটট্রিক ওকে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে।

Leave a comment