ঈদের তিন দিন আগে ও পরে পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল-আজহার আগের ও পরের তিনদিন পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, তবে গার্মেন্ট, জ্বালানি তেলবাহী ট্রাক ও খাদ্যদ্রব্যের পণ্য পরিবহন সচল থাকবে। রড, সিমেন্ট, কাঠ, পাথরসহ অন্যান্য অপচনশীল ট্রাক ও মালবাহী পরিবহন বন্ধ থাকবে।  তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মাওয়ায় পুরনো ফেরিঘাট সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত কয়েকদিন আগের টানা ভারি বৃষ্টিপাতের পরও দেশের সব সড়কই সচল রয়েছে। ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী বলেন, সড়কে হাট না বসলেও কোরবানির পশুর কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানজট নিরসন এবং কোরবানির পশু পরিবহন, চাঁদাবাজিসহ নানা বিষয়ে সরকার নজর রাখছে। ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির ঘটনায় তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইলকোর্ট রয়েছে।