স্টাফ রিপোর্টার: অবশেষে দু মাস পর চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ৮৩ জন কর্মকর্তা-কর্মচারী আগস্ট ও সেপ্টেম্বর দু মাসের বেতন-ভাতা ও ঈদুল আজহার বোনাস পেয়ে দারুণ খুশি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ৮৩ জন স্বাস্থ্যকর্মী বেতনভাতা পান। যে সকল কর্মকর্তা-কর্মচারীরা বেতন বোনাস পেলেন তারা হলেন- মেডিকেল অ্যাসিসটেন্ট ৭ জন, স্বাস্থ্য পরিদর্শক ২ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৭ জন, স্বাস্থ্য সহকারী ২৭ জন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএসসিপি) ২৬, অফিস স্টাফ ৭ জন। এর মধ্যে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মাসের বেতন ভাতা প্রায় ১৮ লাখ টাকা ও ঈদ বোনাস ৭ লাখ ১২ হাজার টাকা।
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের মোট ৮৩ জন কর্মকর্তা আগস্ট মাসের বেতন গত ১ সেপ্টেম্বর পাওয়ার কথা ছিলো। কিন্তু গত ১৬ আগস্ট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন পদোন্নতি পেয়ে সিভিল সার্জন পদে বগুড়া জেলায় যোগদান করেন। এরপর নতুন উপজেলা কর্মকর্তা না আসা পর্যন্ত একই অফিসের চিকিৎসক ডা. সোহেল আহমেদ ভারপ্রাপ্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার চেকে সই করার ক্ষমতা না থাকায় তাদের বেতন-ভাতা পেতে বিলম্ব হচ্ছিলো। অবশেষে ঢাকা ও খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় ডা. সোহেল আহমেদকে চেকে সই করার অনুমতি প্রদান করায় এ জটিলতার অবসান ঘটলো।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের দু মাসের বেতন-ভাতাসহ বোনাস পাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ৮৩ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক মাথাভাঙ্গায়।