হাসপাতালে ভর্তি অজ্ঞাত পরিচয়ের যুবককে খোঁজ দিলো মাথাভাঙ্গা

 

ভণ্ড কবিরাজ কাজলের জিন নিয়ে ভাওতাবাজি

স্টাফ রিপোর্টার: জিনে বাড়ি ফিরিয়ে দেবে বলে কাজল কবিরাজ জানালেও শেষ পর্যন্ত পাওয়া গেলো হাসপাতালের বিছানায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয়ের যুবকের সচিত্র প্রতিবেদন গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশের পর তার নিকজনেরা পড়ে জানতে পারেন তাকে জিনে নেয়নি, সে নিরুদ্দেশ হয়ে শিকার হয়েছে দুর্ঘটনার।

অজ্ঞাত পরিচয়ের যুবক চুয়াডাঙ্গা জীবননগরের পশ্চিম বাড়ান্দি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। মাঝে মাঝে উদাসীন হয়ে পড়ায় চিকিৎসার জন্য ২৬ দিন আগে নেয়া হয় জীবননগর আশতলাপাড়ার ভণ্ড কবিরাজ কাজলের নিকট। তিনি সকালে ঝলসার কথা বলে বাড়িতেই রাখেন। ভোরে সুযোগ বুঝে শাহীন সেখান থেকে সরে পড়লে কাজল কবিরাজ নতুন করে অর্থ বাণিজ্যের ফাঁদ পাতেন। তিনি বলেন, শাহীনকে (৩২) আন্দুলবাড়িয়ার বাজারের কয়েকটি জিন নিয়ে গেছে। জিনেরাই তাকে তার বাড়িতে ফিরিয়ে দেবে। এ ভাওতা মেরে শাহীনের মা মমতাজের নিকট থেকে ৫শ টাকাও হাতিয়ে নেন কাজল কবিরাজ। সেই থেকে শাহীনের মাসহ নিকটজনেরা আশায় বুক বেধে অপেক্ষার প্রহর গুণতে থাকেন। উপায় না পেয়ে গণমাধ্যমে বিজ্ঞাপনও প্রকাশ করেন। তাতেও কাজ হয়নি। গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের যুবক চিকিৎসাধীন শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে তার নিকটজনেরা হাসপাতালে ছুটি আসেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, এই কাজল কবিরাজ বলেছিলো জীবননগর আন্দুলবাড়িয়া এলাকাতেই আছে। অথচ শাহীন গত দু দিন আগে মেহেরপুরের বাড়াদী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি। জিনে বাড়ি পৌঁছে দেবে বলে কবিরাজ জানালেও শেষ পর্যন্ত দৈনিক মাথাভাঙ্গার সহায়তায় তাকে ফিরিয়ে পেলাম আমরা।

Leave a comment