কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। গত ২৯ সেপ্টেম্বর ঝিনাইদহের জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে সন্ত্রাসী হামলায় কালীগঞ্জ উপজেলার পারখালকুলা গ্রামের আ. আজিজ মণ্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) গুরুতর আহত হন। গুরুতর জখম অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভতি করা হয়। এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম শহীদুজ্জামান বেল্টুসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হাসান, সহসভাপতি আনোয়ারুল ইসলাম উলফা, তবিবুর রহমান মিনি, আলাউদ্দীন আলা মোস্তফা আ. জলিল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক ইসরাইল হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক, কালীগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, থানা যুবদলের সদস্য সচিব মাঝহারুল আনোয়ার, মোকছেদুল মোমিন প্রমুখ।