চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘থাকবো না কেউ পেছনে: গড়বো সমাজ এক সনে’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। গতকাল বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, সমাজসেবা অফিস এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান যৌথভাবে ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করে।

এ উপলক্ষে বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালি শেষে আয়োজিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান। অনুষ্ঠাটি উপস্থাপন করেন সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা। বক্তব্য রাখেন- প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রবীণদের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি তাদের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস র‌্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃতত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো. আবুল কালাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, হিতৈষী সংঘের সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে আব্দুল কুদ্দুস পিতা-মাতার সঠিকভাবে যত্ন নেয়ায় তাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব প্রবীণ দিবস পালনে ৱ্যালি ও আলোচনাসভা করেছে মেহেরপুর মুজিবনগর বল্লভপুর ইম্মানুয়েল চার্চ। গতকাল বুধবার সকালে চার্চের পুরোহিত রেভা বিলিয়ম সর্দারের নেতৃত্বে একটি ৱ্যালি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বল্লভপুর ইম্মানুয়েল চার্চ চত্বরে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন- চার্চ সম্পাদক বাবুল মল্লিক, প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস। ৱালি ও আলোচনা শেষে এলাকার প্রবীণদের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়।

Leave a comment