অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে আলমডাঙ্গায় প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা শহরের মহাসপ্তমীর দুর্গোৎসব পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, সাব্বির রহমান সানি, মুশফিকুল আলম হালিম ও জেসমিন নাহার। উপস্থিত ছিলেন অশোক কুমার সাহা, ডা অমল কুমার বিশ্বাস, বিদ্যুত কুমার সাহা, অজয় কুমার দে, বিশ্বজিত কুমার সাধু খাঁ, মদন কুমার সাহা, পলাশ, উত্তম কুমার। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান মুকুল, হামিদুল ইসলাম আজম, শাহ আলম মন্টু, শরিফুল ইসলাম রোকন, আতিকুর রহমান, মাহফুজ মোল্লা প্রমুখ। রথতলা দুর্গামণ্ডপ, ক্যানেলপাড়া দুর্গামণ্ডপ, ঠাকুরপাড়া দুর্গামণ্ডপ ও স্টেশনপাড়া দুর্গামণ্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

Leave a comment