খবর:(কুষ্টিয়ায় গরু মোটাতাজাকরণ নকল ওষুধ তৈরির কারখানা আবিষ্কার)
গরু ফুলে মোটা হয়
বিক্রি করে কোঠা হয়
আসল কথা বলতে গেলে
এটা নাকি খোটা হয়।
দুষ্টু লোকের মিষ্টি কথা
ভেজাল ওষুধ বানায়,
দ্বিগুণ হবে ফেঁপে ফুলে
ভাষণ দিয়ে জানায়।
ফোলা গরুর গোশ খেয়ো না
মরবা শেষে ফুলে,
অসুখ বিসুখ লেগে গেলে
থাকবা ঘরে ঝুলে।
-আহাদ আলী মোল্লা