গাংনী প্রতিনিধি: পুলিশ দেখে বোমা ফেলে পালিয়েছে এক ব্যক্তি। বোমা মালিককে ধরতে না পারলেও ফেলে যাওয়া চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতরাত ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার কালিগাংনীর প্রধান সড়কের মাঠ এলাকায়। পালিয়ে যাওয়া ব্যক্তি বোমা কারিগর কালিগাংনী গ্রামের হেলাল উদ্দীন বলে দাবি করেছে পুলিশ।
ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সাইদুর রহমান জানান, রাত ৮টার দিকে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গাংনী-কাথুলী সড়কে টহলে ছিলেন। কালিগাংনী-কাথুলী গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে পৌঁছুলে একটি ব্যাগ ফেলে দৌঁড় দেয় হেলাল উদ্দীন। পুলিশ তার পিছু নিয়ে তাকে আটকে ব্যর্থ হয়। ফেলে যাওয়া ব্যাগের মধ্য থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি ও কাল স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি বোমা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বোমাগুলো কোনো ক্রেতার কাছে বিক্রির উদ্দেশে সড়কের ধারে অবস্থান করছিলো হেলাল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে গেছে।
হেলাল উদ্দীনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে বোমাগুলো থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এএসআই সাইদুর রহমান।