আলমডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে চড়াও : দলিল লেখক সমিতির কার্যক্রম বন্ধ!

 

আলমডাঙ্গা ব্যুরো: সদ্য পুনর্গঠিত আলমডাঙ্গা দলিল লেখক সমিতির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত হারের অধিক অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তুলে গতকাল দুপুরে যুবলীগের একদল নেতাকর্মী সমিতির কার্যক্রম বন্ধ করেন। সেসময় উত্তপ্ত হয়ে ওঠে রেজিস্ট্রি অফিস চত্বর।

জানা গেছে, প্রায় ১ মাস আগে গঠন করা হয়েছে আলমডাঙ্গা দলিল লেখক সমিতি। ওই দলিল লেখক সমিতি সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে ও জনগণকে হয়রানি করছে এমন অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার দুপুরে যুবলীগের বেশ কিছু নেতাকর্মী গিয়ে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের ওপর চড়াও হন। বাগবিতণ্ডার এক পর্যায়ে দলিল লেখক সমিতি কার্যক্রম বন্ধ করে দেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনুমতি ছাড়া সমিতির কার্যক্রম না চালাতে নির্দেশ দেন। ওই সময় আলমডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন, সারাদেশে দলিল লেখক সমিতি আছে। আমরা অন্য সমিতির চেয়ে বেশি টাকা তো নিচ্ছি না। সকলের চেয়ে কম হার আমাদের। তারপরও শুধু আমাদের সমিতি কেন বন্ধ করতে হব?

Leave a comment