মেহেরপুরে ভেজাল ওষুধ রাখার দায়ে জরিমানা আদায়

 

মেহেরপুর অফিস: নকল ও ভেজাল স্যালাইন, গরু মোটাতাজাকরণ ভিটাপ্লাস পাউডারসহ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ দোকানে রাখার দায়ে মেহেরপুর শহরের কাথুলী সড়কের সেবা ফার্মেসিকে ১০ হাজার ও হাসপাতালের সামনের জিম ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজের ভ্রাম্যমাণ আদালত ওই অর্থ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ শহরের অভিযান চালিয়ে ওই দুটি ওষুধের দোকান থেকে ভেজাল স্যালাইন ও ভিটা প্লাস পাউডারসহ বেশ কিছু নকল ওষুধ উদ্ধার করেন। বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রামমাণ আদালত চলাকালে ড্রাগ ইন্সপেক্টর এসএম সুলতানুল আরেফীন সেখানে উপস্থিত ছিলেন।