পশু মোটাতাজারণ : অবৈধ ওষুধ ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

 

স্টাফ রিপোর্টার: কোরবানির পশু মোটাতাজাকরণে মাত্রারিতিক্ত ওষুধ (ডেস্কামিথাসন, করটিসল, বিচামিথাসন, হাইড্রোকরটিসন, ইউরিয়া, অরাডেক্সন, প্রিডানিসলন, ডেকাসন) ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে গৃহপালিত পশু মোটাতাজাকরণ ওষুধ (কেমিক্যাল/হরমোন) ব্যবহার বন্ধে নীতিমালা তৈরিতে সুপারিশ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আট সপ্তার মধ্যে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, খাদ্য ও বাণিজ্য সচিবকে বলা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য বিশেষজ্ঞ, অধ্যাপক, ডাক্তার, পুষ্টি বিজ্ঞানী, পশুডাক্তার এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে রাখতে হবে। কমিটি গঠনের পরবর্তী আট সপ্তার মধ্যে তাদের সুপারিশ আদালতে দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। ছয় সপ্তার মধ্যে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, খাদ্য, মৎস ও পশুপালন এবং বাণিজ্য সচিব, র্যা ব ডিজি, ডিএমপি কমিশনার, পশু পালন অধিদফতর এবং পশুপালন অধিদফতরের ডিজিকে রুলের জবাব দিতে হবে।