টিপ্পনী:

খবর : (আন্দুলবাড়িয়ার হাসান বীজ ভাণ্ডারের ভেজাল বীজ কারখানা আবিষ্কার)

হাসান বিরাট চিজ
বেচে ভেজাল বীজ
তাই ফুটানি মেরে মেরে
খায় শুধু চায়নিজ।

জানে হাসান খেল
গায়ে ভীষণ তেল
টাকা কামাই নগদ নগদ
পটিয়ে মক্কেল।

হাসান পাকা লোক
মেরে বেড়ায় পোক
কৃষক মেরে আঙুল ফোলায়
মানুষ তো নয় জোঁক।

-আহাদ আলী মোল্লা

খবর : (আন্দুলবাড়িয়ার হাসান বীজ ভাণ্ডারের ভেজাল বীজ কারখানা আবিষ্কার)

Leave a comment