কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গান্না বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে গান্না ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মালিথা, আইয়ুব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা শহর থেকে সদর উপজেলার গান্না বাজার সড়কের ১২ কিলোমিটার গত ৫ বছর ধরে সংস্কার করা হয়নি। সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে এলাকার লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়ক ও জনপথ বিভাগের অধীন এ রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার করা হলেও নানা অজুহাতে ঠিকাদার শাহিনুর আলম কাজ বন্ধ করে রেখেছেন। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী।