ঝাঁড়ফুঁক পানি পড়া দিয়ে চিকিৎসা : জিন দিয়ে অপারেশন

ঝিনাইদহের কুশোবাড়িয়া কথিত কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা : হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

 

শিপলু জামান: ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া গ্রামে এক কবিরাজ চিকিৎসার নামে প্রতারণা করে জনসাধারণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। জিন, পৌরির নাম ভাঙিয়ে নতুন-পুরোনো জটিল-কঠিন রোগ থেকে মুক্তি লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসছে শ শ নারী-পুরুষ ও শিশু। চিকিৎসার নামে সরলসোজা মানুষকে ধ্বংস করে দিচ্ছেন কবিরাজ নামের এক প্রতারক।

গতকাল সোমবার সকালে সরজমিনে দেখা যায়, দীর্ঘ ৬ মাস ধরে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামের রিয়াজ হোসেন স্ত্রী আলেয়া বেগম নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন কবিরাজি চিকিৎসার আস্তানা। আর সেই আস্তানায় একটি আমগাছে নিচে বসে জিন, ভুতের নাম করে গাছের বাকল, শিকড়, পানিপড়া, তেলপড়া, ঝাঁড়ফুক দিয়ে চলছে মারণব্যাধি ক্যান্সার, বাতব্যথা, আলসার, পেটে পিড়াসহ, বন্ধ্যা নারীদের চিকিৎসা। আবার সম্পত্তি দিগুন করতে পানি ও তেলপড়া দেয়া হয়। প্রতি শনিবার, মঙ্গলবার দূর-দূরান্ত থেকে ছুটে আসে শ শ নারী-পুরুষ। আবার এদের কাছ থেকে ছদগা হিসাবে নেয়া হয় ৫০১ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা।

চিকিৎসা নিতে আসা শওকত আলী বলেন, ক্যান্সার রোগের চিকিৎসা নিতে এখানে এসেছি। শৈলকুপা থেকে আগত রোগী মিনা বেগম জানান, একটি সন্তানের লাভের আশায় ২ হাজার টাকা দিয়ে তাবিজকবজ নিতে এসেছি। নারিকেলবাড়িয়া গ্রামের হুমায়ন কবির অভিযোগ করে বলেন, ৩ মাস ধরে গাছের শিকড় ও তাবিজকবজ নিয়েও আমি গোপন রোগ থেকে মুক্তি পাইনি। কথিত কবিরাজ আলেয়া বেগম প্রতিবেদককে জানান, জিনের মাধ্যমে হার্টের রোগীদের অপারেশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি।

এ ব্যাপারে ঝিনাইদহ ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাশিদা বেগম জানান, এসব অপচিকিৎসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসব কুসংস্কার ও অপচিকিৎসা বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার এমনটি বিশ্বাস করে ঝিনাইদহবাসী।

Leave a comment