স্টাফ রিপোর্টার: শিশু অধিকার সপ্তাহ ও বিশ্বশিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী চুয়াডাঙ্গা জেলা শাখা দু দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বণার্ঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেষ হয়। পরে শ্রীমন্ত টাউন হলে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত, ছড়াপাঠ, গল্প বলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার কন্যাশিশু সমাবেশ ও তাদের কাবাডি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হবে।