চুয়াডাঙ্গার চাঁদপুরে করিমন থেকে ছিটকে পড়ে শিশু আহত

 

স্টাফ রিপোর্টার: করিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে চুয়াডাঙ্গার চাঁদপুর গ্রামের শিশু ওয়ালিদ। একটি থেমে থাকা করিমনে উঠে কয়েকটি শিশু খেলছিলো। এ সময় আচমকা স্ট্রার্ট করে করিমনটি ছেড়ে গেলে করিমন থেকে ছিটকে পড়ে ওয়ালিদ দুর্ঘটনার শিকার হয়। গতকাল সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। ওয়ালিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামের রাজুর ছেলে ওয়ালিদসহ (৫) কয়েকজন শিশু একটি থেমে থাকা করিমনে বসে খেলছিলো। এ সময় করিমন চালক আচমকা করিমনটি নিয়ে চলে যেতে চায়। এ সময় শিশুরা পড়ে যায়। এর মধ্যে ওয়ালিদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ওয়ালিদের মাথায় আঘাত লেগেছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।

Leave a comment