কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরতলী ত্রিমোহনীতে বাইরে যুবউন্নয়ন সংস্থার সাইনবোর্ড লাগিয়ে ভেতরে গরু মোটাতাজাকরণ এক ভুয়া ওষুধ কোম্পানির সন্ধান পেয়েছে র্যাব। গতকাল সোমবার বিকেল ৫টায় বারখাদা ত্রিমোহনী চাষিক্লাব সংলগ্ন একটি যুবসংঘে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুষ্টিয়ার বারখাদা ত্রিমোহনী বাজার সংলগ্ন যুবউন্নয়ন সংস্থার ভেতরে গবাদিপশু মোটাতাজাকরণ ও বিভিন্ন প্রকার ভিটামিন প্রস্তুত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বিটিলাইট, বিটি জাইট নামে গরু মোটাতাজাকরণ, ভিটামিনসহ বিভিন্ন প্রকার ওষুধ ও অপরিচ্ছন্ন পরিবেশে আটা ময়দা, পটাশসহ ওষুধ তৈরির বিভিন্ন প্রকার সামগ্রী জব্দ করে। পরে সেখানে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে অনুমোদনহীন কেমিস্ট ও ফার্মাসিস্টবিহীন ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের (৪৩) বিধি অনুযায়ী কোম্পানির মালিক আহসান আলীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং কোম্পানিটি সিলিগালা করে দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডিএলও আছাদুল হক, ভোক্তা সহকারী পরিচালক সাখওয়াত হোসেন চৌধুরী প্রমুখ।