আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বর্তমানের ছেলেরা নেশার কারণে খেলাধুলা ভুলেই গিয়েছে। যখন খেলার সময় তখন ছেলেরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, নিয়ে নেশা করে জীবনটা ধংস করে ফেলছে। সেজন্য বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। তাই গত কয়েকদিন যাবৎ আলমডাঙ্গা ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণির ৮ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ওই ফাইনাল খেলায় এইচএসসি বিজ্ঞান ১মবর্ষ ও বিএম শাখার ছাত্ররা অংশগ্রহণ করেন। এইচএসসি বিজ্ঞান শাখার ছেলেরা ৩-১ গোলে বিএম শাখার ছেলেদেরকে হারিয়ে জয়লাভ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, ডিগ্রি কলেজের প্রফেসর আবু হাসান, আব্দুল মোনায়েম, আলম হোসেন, সাইদুর রহমান, মাহাবুব হোসেন, তাপস রশিদ, মহাসিন আলী, মাহফুজুর রহমান, মাখছুদুর রহমান, জেসমিন আরা, সালমা সিদ্দিকী, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, পিন্টুসহ ডিগ্রি কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। এ সময় বিজয়ীদলসহ সবদলকে পুরস্কার তুলে দেন।