স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান হিসেবে নগদ টাকা প্রদান করেছে। গতকাল রোববার বিকেলে জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু দামুড়হুদা মাতৃমন্দির পূজা কমিটির সভাপতি জগবন্ধুধরের হাতে অনুদানের ১ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী ও হিসাবরক্ষক আসলাম উদ্দিন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান জানান, চুয়াডাঙ্গা জেলার ৪৮টি মন্দির কমিটির সভাপতির আবেদনের প্রেক্ষিতে প্রতিটি মন্দিরকে এক হাজার টাকা করে অনুদান হিসেবে দেয়া হচ্ছে।’ জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু জানান, যে সকল মন্দির কমিটির আবেদন পাওয়া যাবে তাদের সকলকেই অনুদানের টাকা প্রদান করা হবে।’ প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ৮৯টি স্থানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।