মুদিব্যবসায়ীর নিকট ৩ লাখ টাকা চাদাঁ চেয়ে খুনের হুমকি

ঈদকে সামনে রেখে আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজ মোড়ের চাদাঁবাজচক্র আবারো বেপরোয়া

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজ মোড়ের এক মুদিব্যবসায়ীর কাছে আবারো ৩ লাখ টাকা চাদাঁ চেয়ে খুনের হুমকি অব্যাহত রেখেছে চরমপন্থিদলের নেতা আজিম কিয়া। অভিযোগ পাওয়া গেছে, ব্রিজমোড়ের মুদিব্যবসায়ীর নিকট চাদাঁ চেয়ে খুনের হুমকি দিয়ে আজিম কিয়া বলেছে, আজ সোমবারের মধ্যে টাকা পরিশোধ না করলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খুন করা হবে। চাঁদা চাওয়ার পর থেকে ভীত মুদিব্যবসায়ী সন্ধ্যা লাগার সাথে সাথে দিনের আলোয় বাড়ি ফিরছেন। সন্ধার পর থেকে ব্রিজ মোড়ে নেমে এসেছে সুনসান নীরবতা। মোড়ের ব্যবসায়ীরা আবারো নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজ মোড়ে মুদিব্যবসায়ী লাবলুর নিকট চাদাঁ চেয়ে খুনের হুমকি দিয়েছে চাদাঁবাজচক্র। লাবলু অভিযোগ করে জানায়, গত পরশু সকাল ৭টা মিনিটের সময় একটি মোবাইলফোন ( যার নং ০১৮৬৪-১২৮২৮৩) থেকে ফোন আসে নিজেকে চরমপন্থি দলের নেতা আজিম কিয়া গ্যাঙ গ্রুপের প্রধান পরিচয় দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে খুনের হুমকি দেয়। গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটের সময় আবারো একই মোবাইলফোন থেকে টাকা জোগাড় হয়েছে কি না জানতে চায়। আজ সোমবারের মধ্যে ৩ লাখ টাকা না দিলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অপহরণ ও খুন করা হবে বলে জানায়। থানায় জানিয়েও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন লাবলু।

অপরদিকে সন্ধ্যা লাগার সাথে সাথেই মুদিব্যবসায়ী লাবলুসহ ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছেন। চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আবারো নতুন করে ব্রিজ মোড়ের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মোড়ের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, কিছু দিন আগে বটিয়াপাড়া মোড়ে চরমপন্থিরা এক সন্ত্রাসীকে জবাই করে খুন করে মোড়ের ব্যবসায়ীদের কাছে চরমপন্থি দলের নেতা পরিচয়ে গণহারে চাঁদা দাবি করে। পুলিশ প্রশাসন মোড়ের ব্যবসায়ী ও এলাকাবাসীকে নিয়ে কয়েকবার আলোচনা সভা করে। মোড়ের পার্শ্ববর্তী গ্রামগুলোতে গ্রাম পাহারার ব্যবস্থা করে। পুলিশ আলোচনাসভা ও গ্রামবাসীকে দিয়ে গ্রাম পাহারার ব্যবস্থা করেই খালাস।

Leave a comment