স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যাচার নির্যাতন চালিয়ে অতীতে কোনো শাসক জনগণের গণ-আন্দোলনকে দমাতে পারেনি। তাই বর্তমান স্বৈরাচার সরকারও পারবে না। জনগনের তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। রোববার বিকেলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের জিয়া স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপি নয় আওয়ামী লীগই সন্ত্রাসীদের সংগঠন মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপি কখনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে বিশ্বাস করেনা। বরং আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের উত্থান হয়। দেশে সন্ত্রাস হয়। তারা সন্ত্রাস করে বলেই বিএনপিকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দেয় না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়ে মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে পাকাপোক্ত করতে সংবিধানের মূলোৎপাটন করে বিভিন্ন ধারা সংশোধন করেছে। এর মাধ্যমে জনগনের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সে দিন প্রহসনের নির্বাচনের মাধ্যমে দখলদাররা ক্ষমতা দখল করেছে। জগদ্দল পাথর সরকারকে সরাতে পারিনি। আমাদের দায়িত্ব ছিলো সেই নির্বাচন প্রতিহত করার। আমরা চেষ্টা করেছি। জনগণ ভোট দিতে যায়নি।