ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে যখম করেছে সন্ত্রীরা। এলাকাবাসী জানায়, গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পারখালকুলা গ্রামের বিএনপিকর্মী ইমারত আলী মণ্ডল (৬৫) বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কোলাবাজারে বাজার করতে যান। এ সময় একদল সন্ত্রীরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা করে তার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এলাকাবাসী জখম ইমারত আলীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

স্থানীয়সূত্রে জানা যায়, ইমারত আলী ২নং জামাল ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাচ আলীর বড় ভাই। এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ থানা বিএনপির সভাপতি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ এম শহীদুজ্জামান বেল্টুসহ থানা বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a comment