আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় যথাযথ মর্দাযায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৪ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার-কর্মচারী সমন্বয়ে একটি র্যালি বের হয়। র্যালি শেষে হাসপাতালে আলোচনাসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক আনিচুর রহমান, এম.টি (আর.টি) মুঞ্জুরুল আলী, পরিসংখ্যকবিদ রবিউল ইসলাম, টিএলসিএ আব্দুল মাবুদ, জুনিয়ার ম্যাকানিক্স ফরজ আলীসহ সকল-কর্মকর্তা কর্মচারী।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘একত্রে জলাতঙ্কেও বিরুদ্ধে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার কুকুরের কামড় থেকে রক্ষা ও জলতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে মেহেরপুর বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান। সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শিশুদেও সব সময় কুকুর থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে বাচ্চাদেরকে কুকুরকে ঢিল ছোঁড়া থেকে বিরত থাকতে হবে। কারণ কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ আলোচনাসভার আয়োজন করে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার সকালে মুজিবনগরে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. হাসান আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আফিলউদ্দীন। আলোচনাসভা শেষে একটি র্যালি মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. হাসান আলী।