গাংনীতে ছয় মাদকসেবীর মাদক ছাড়ার শপথ

 

গাংনী প্রতিনিধি: মাদক মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন ও পরিবার ধ্বংস করে। জীবনে মাদকসেবন করে যে অপচয় করেছি তা আর করবো না। আজ থেকে আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের ছয় মাদকসেবী মাদক ত্যাগের শপথ করেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কাথুলী বিজিবি ক্যাম্পের সামনে মাদকবিরোধী এক সভায় এলাকার শ শ মানুষের সামনে তারা শপথগ্রহণ করে। শপথ গ্রহণকারীরা হচ্ছে- কাথুলী ইউপি সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু, বাবুল হোসেন, মাছেদ আলী, মাহাতাব আলী, কামিরুল ইসলাম ও নাটু মিয়া।

কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলাম। তিনি বক্তৃতায় বলেন, মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় নেই। মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতারে চলছে বিশেষ অভিযান। শপথকারীদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ জীবনযাপন করতে চাইলে সহযোগিতা করা হবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ও গাংনী থানার এসআই মেহেদি হাসান। কাথুলী বাজার কমিটির সভাপতি সাহেব আলী সেন্টু ওই আলোচনাসভার আয়োজন করেন।