কালীগঞ্জে ব্র্যাকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ প্রতিনিধি: যুক্তির আলোয় খুঁজি মানুষের মুখ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ বি,ই,পি পেইসের উদ্যোগে নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী অনুষ্ঠিত এই বিতর্ক প্রযোগিতায় মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কাষ্টভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক বনানী সাহা। ব্র্যাকের কালীগঞ্জ উপজেলার কর্মসূচী সংগঠক আব্দুর রশিদ মিয়া জানান, উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘আর্থিক সংগতি অপেক্ষা অধ্যবসায়ই পারে ভাল ফলাফল এনে দিতে ’এই বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে বিষয়ের বিপক্ষে অংশগ্রহণ করে মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ও পক্ষে কাষ্টভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজ্ঞ বিচারক মন্ডলীর রায়ে মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন, এ এফ মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয় সমুহ মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কাষ্টভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভাতঘরা মাধ্যমিক বিদ্যালয়, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়, বি সি এস নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় ও শমসের নগর মাধ্যমিক বিদ্যালয়।

Leave a comment