আলমডাঙ্গা মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

৫টি হোটেলে আড়াই হাজার টাকা জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে, রেলবাজারে, হাসপাতাল রোড সোনাতনপুর মোড়ের ৫টি হোটেল বিভিন্ন অভিযান চালিয়ে ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, মুন্সিগঞ্জ বাজারে নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে মদনবাবুর মোড়ে কেষ্ট দধি ভাণ্ডারের মালিক রমেশ কুমারকে ৫শ টাকা, শ্রেষ্ট দধি ভাণ্ডারের মালিক শঙ্করকে ৫শ টাকা জরিমানা করেন। এ সয়ম এ দুটি হোটেল থেকে প্রায় ২০ কেজি বাসি ও নষ্ট মিষ্টির রস ফেলে দেন। রেল বাজারের এমএইচ চৌধুরী মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৫শ টাকা জরিমানা করেন। এরপর মুন্সিগঞ্জ হাসপাতাল রোডে সোনাতনপুর মোড়ে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শফিকুলকে ৫শ টাকা ও আদী মদন মোহন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক উজ্জ্বল কুমার না থাকায় হোটেলের ম্যানেজার রাহেন আলীকে ৫শ টাকা জরিমানা করেন। এ সময় আদী মদন মোহন মিষ্টান্ন ভাণ্ডার থেকে প্রায় ১ মণ মিষ্টির রস ও ১০ কেজি নষ্ট মিষ্টি পুকুরে ফেলে দেন। উপজেলা নির্বাহি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সাথে এসআই পিয়ার আলী সঙ্গীয় ফোর্স ও ভূমি অফিস সহকারী তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।