স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালন করতে এসে আরও তিন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এদের মধ্যে মক্কায় দুজন এবং অপরজন মদিনায় মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত মক্কায় ২২ জন এবং মদিনায় ৭ জনসহ ২৯ হাজি মারা গেলেন। এর মধ্যে ২৩ জন পুরুষ আর ৬ জন নারী। সর্বশেষ মৃতরা হলেন- ঢাকা খিলগাঁও এর মোহাম্মদ ফয়জুল এলাহী (৪৫) হাজি আইডি নম্বরঃ ১৪০৫০৪৯, পাসপোর্ট নম্বরঃ ইই০৩৫৫৮৯৯। তিনি ২৬ সেপ্টেম্বর মক্কায় মারা যান। ঢাকা সুত্রাপুর থানার মোহাম্মাদ নুর উদ্দিন (৬৪) হাজি আইডি নম্বরঃ ০৭০৬০১৫, পাসপোর্ট নম্বরঃ ইই০১৭৯৪৩৯। তিনি ২৬ সেপ্টেম্বর মক্কায় মারা যান। কুমিল্লার মুরাদনগর থানার মোহাম্মাদ আস্মাত আলী (৭২) হাজি আইডি নম্বরঃ ০৮২০২০০, পাসপোর্ট নম্বরঃ ইই০২৯২০৬৫। তিনি মদিনায় মারা যান। মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের সচিব জাহাঙ্গীর আলম প্রতিবেদককে জানান, নিহতেরা বেশির ভাগ বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।