মার্কেট দখল নিয়ে মহেশপুরে আ.লীগের দু গ্রুপের সংঘর্ষ : ১৫ জন আহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে খাসজমির ওপর নির্মিত একটি মার্কেট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলার জিন্নাহনগর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বদর আলী (৩৩), সফিউদ্দীন (৪৫), আলিম উদ্দীন মালিথা (৪০), বাবলু হোসেন (৫৫), মোমিন মালিথা (৩৮), মফিজুর রহমান (৩৫) ও নাজিম উদ্দীনের (৩২) পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় জিন্নাহনগর বাজারে উত্তেজনা বিরাজ করছে।

মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, জিন্নাহনগর বাজারে খাসজমির ওপর নির্মিত একটি মার্কেটের ১৮টি দোকান দখল নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। জিন্নাহনগর বাজার কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আলিমুদ্দীন মালিথা এবং অপর আওয়ামী লীগ নেতা আনসার আলী গ্রুপের লোকজন দোকান দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। হামলায় দু গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a comment