স্টাফ রিপোর্টার: বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।নিহত শফিকুল কিশোরগঞ্জ পাকুন্দিয়ায়ার আব্দুল খালেকের ছেলে। জানা যায়, শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।