দামুড়হুদায় কৃষক সমিতি ফুটবল টুর্নামেন্টে দুরন্ত দশমী জয়ী

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দশমী কৃষক সমিতি ফুটবল টুর্নামেন্টের লিগ পর্যায়ের ১৫তম খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পাইলট হাইস্কুল ফুটবলমাঠে দুরন্ত দশমী ও লোকনাথপুর ইয়াং স্টারের মধ্যে অনুষ্ঠিত খেলায় দুরন্ত দশমী ২-১ গোলে লোকনাথপুর ইয়াং স্টাকে পরাজিত করে। খেলার মাত্র ১ মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন দুরন্ত দশমীর ফরোয়াড ইমরান এবং অপর গোলটি করেন আমিনুল। নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সাবেক দামুড়হুদা ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যাণ্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, পাইলট হাইস্কুলের সভাপতি ইউসুফ আলী, ইউপি সদস্য আবুল হাশেম, একরামুল মেম্বার, দুরন্ত দশমীর টিম ম্যানেজার আমিনুল ইসলাম রশিদ প্রমুখমাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। ধারাভাষ্য দেন জান মোহাম্মদ জান্টু মাস্টার ও জাফর ইকবাল।

Leave a comment