ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের বাজার এলাকা থেকে বোমাসহ দু সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- জেলার কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আব্দুল খালেক (২৫) ও জগন্নাথপুর গ্রামের শোচিন দাসের ছেলে বাবুল দাস (২৫)। তাদেরকে শুক্রবার গভীর রাতে রাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ উপজেলা শহরের বাজার এলাকায় গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশ আব্দুল খালেক ও বাবুল দাসকে আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ২টি হাতবোমা উদ্ধার করা হয়। তারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।