ঝিনাইদহে প্রাইভেটকার ও ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহর থেকে প্রাইভেটকার ও ফেনসিডিলসহ মোহাম্মদ বাবু (৪৫) নামের এক মাদকব্যসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে শহরের পাগলাকানাই মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ বাবু যশোরের ঝিকরগাছা উপজেলার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাগলাকানাই মোড়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় যশোর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে তারা। এ সময় গাড়িমালিক চালক মোহাম্মদ বাবুকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক গাড়ির ভেতর থেকে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে ও প্রাইভেটকারটি (ঢাকা-মেট্রো-গ-১২-১৫৩৬) আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়। আটককৃত মোহাম্মদ রবি দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকব্যবসা করে আসছিলো বলে গোয়েন্দা পুলিশ জানায়।

Leave a comment