স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ঘরবাড়ি নির্মাণে দরিদ্র মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১৭১ দশমিক ২০০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা বরাদ্দ দিয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বরাদ্দকৃত টেউটিন চার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বন্টন করে দিয়েছেন।
জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে পরিচালক (ত্রাণ) মো. ইফতেখারুল ইসলাম সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর দরিদ্র মানুষের জন্য ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ টাকার বরাদ্দপত্র পাঠান। এরপর জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৪ দশমিক ২৪০ বান্ডিল, আলমডাঙ্গা উপজেলায় ২৩ দশমিক ৫৪০ বান্ডিল ঢেউটিন, দামুড়হুদা উপজেলায় ৮৩ দশমিক ৪৬ বান্ডিল এবং জীবননগর উপজেলায় ২৯ দশমিক ৯৬০ বান্ডিল ঢেউটিন ও চার উপজেলায় নগদ ৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকার বরাদ্দ দেন। প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে বাড়ি নির্মাণে ৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যারা টিন পাবেন তারা নগদ টাকাও পাবেন ঘরবাড়ি নির্মার্ণের জন্য। তবে এ টিন ও টাকা পেতে স্থানীয় সংসদ সদস্যের সম্মতিপত্র নিতে হবে দরিদ্র মানুষদের।