মাথাভাঙ্গা মনিটর: সাংবাদিকের ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে এক জাপানি সাঁতারু। এজন্য ইনচন এশিয়ান গেমসের দল থেকে তাকে বহিষ্কারও করেছে দলটি। ২০১০ সালের এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্টোকের সোনা জয়ী নাওইয়া তমিতার চুরির দৃশ্য নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। এতে দেখা যায় তিনি দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিকের ক্যামেরা তার নিজের ব্যাগে ঢুকাচ্ছেন। ২৫ বছর বয়সী তমিতাকে দক্ষিণ কোরিয়া থেকে নিজের খরচায় জাপান ফিরতে হবে। এর জের এখানেই শেষ নয়। প্রায় সাড়ে সাত হাজার ডলার মূল্যের ক্যামেরাটি চুরি করার জন্য মামলারও মুখোমুখি হতে পারেন তমিতা।