আকমলের দৃঢ়তায় লাহোর লায়ন্সের জয়

মাথাভাঙ্গা মনিটর: উমর আকমলের দৃঢ়তায় ডলফিন্সকে হারিয়েছে লাহোর লায়ন্স। ১৬ রানের এ জয়ে পাকিস্তানের দলটির চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকল। গতকাল শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যচে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে লায়ন্স। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে যায় ডলফিন্সের ইনিংস। লায়ন্সের ইনিংসের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি। ৩৪ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় তারা। তবে সাদ নাসিমের (৪৩) সাথে ৯২ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান আকমল। ম্যাচ সেরা আকমল ৭৩ রানে অপরাজিত থাকেন। তার ৪৫ বলের ইনিংসটি ৫টি করে ছক্কা ও চার সমৃদ্ধ। ডলফিন্সের পেসার রোবি ফ্রাইলিঙ্ক ২২ রানে নেন ৩ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার দল ডলফিন্স। ৯৩ রানে ৯ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে তারা।
শেষ দিকে ফ্রাইলিঙ্কের আক্রমণাত্মক ব্যাটিঙে পরাজয়ের ব্যবধান কমায় ডলফিন্স। ৬৩ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। তার ২৭ বলের ইনিংসটি ৬টি ছক্বা ও ৪টি চারে সাজানো। লায়ন্সের মোহাম্মদ হাফিজ, মোস্তফা ইকবাল ও নাসিম দুটি করে উইকেট নেন। ৩ ম্যাচে টানা তিন জয়ে এরই মধ্যে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোলকাতা নাইট রাইডার্স। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। এ জয়ে ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বাছাই পর্ব পার হয়ে আসা লায়ন্স। রান রেটে দলটি চেন্নাইয়ের চেয়ে পিছিয়ে আছে। টানা তিন ম্যাচ হেরে শেষ চারের স্বপ্ন ভেঙে গেছে ডলফিন্সের।

Leave a comment