স্টাফ রিপোর্টার: সংস্কার ও সম্প্রসারণ কাজের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক যোগাযোগ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। গতরাতে এ সড়কে দূরপাল্লার কোনো কোচ চলাচল করতে পারেনি। বেশ কিছু ট্রাক সড়কের নয় মাইলের নিকট আটকে ছিলো। তবে ছোট হালকা গাড়ি কোনোরকম চলাচল করছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক সম্প্রসারণের কাজ চলছে। দীর্ঘদিন ধরেই কাজে কচ্ছপগতি। খুঁড়ে দিনের পর দিন ফেলে রাখার পাশাপাশি কাজে ত্রু টির অভিযোগ দীর্ঘদিনের। এরপরও কর্তাদের তেমন নড়নচড়ন লক্ষ্য করা যাচ্ছে না। অভিযোগ, ঠিকাদার কাজ করছেন তার ইচ্ছেমতো। বদরগঞ্জ-সরোজগঞ্জের মাঝে কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কিছুদিন ফেলে রাখা হয়। নির্মাণকাজ চললেও সড়ক যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার তাগিদ থাকলেও সেদিকে নজর নেই ঠিকাদারসহ তার নিযুক্তি লোকজনের। স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছে, গতপরশু বৃষ্টির পর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল সারাদিন টুকটাক গাড়ি চলাচল করলেও সন্ধ্যার পর থেকে বড় কোনো বাস-ট্রাক চলতেই পারেনি। ফলে সড়কে আটকে থাকে বেশ কিছু ট্রাক। দূরপাল্লার কোচগুলোকে গতরাতে আলমডাঙ্গা হয়ে চলাচল করতে হয়েছে। এতে যেমন বেড়েছে জ্বালনি খবচ, তেমনই ঈদ মরসুমে কোচগুলোকে দিতে হয়েছে বাড়তি সময়।