মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের হোটেলবাজার যাদবপুর সড়ক নামক স্থানে ২ বোতল ফেনসিডিলসহ রেনু (২৬) নামের এক স্বামী পরিত্যক্তা মহিলা আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এএসআই উত্তমের নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। রেনু সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের আজিজুল হকের মেয়ে।
এদিকে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উজ্জ্বল হোসেনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল যাদবপুর ব্রিজ এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় শহরের ঘোষপাড়ার ভোলানাথের ছেলে উজ্জ্বল, নতুনপাড়ার রুস্তমের ছেলে ভাদু ও মুখার্জীপাড়ার করিমের ছেলে আলেককে আটক করে থানায় নেয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হলে উজ্জ্বলকে ৬ মাসের কারাদণ্ডাদেশ এবং ভাদু ও আলেককের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।