স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম তার নতুন জীবন শুরু করলেন। গত বৃহস্পতিবার রাতে জান্নাতুল কিফায়াতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুশফিক। ঢাকার ইস্কাটনের লেডিস ক্লাবে তাদের বিয়ের অনুষ্ঠান অনেকটা ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান এখনও বাকি আছে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ জানানো হয়েছে। মুশফিকের সহধর্মিনী জান্নাতুল কিফায়াত বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন বলে জানা গেছে।