মাথাভাঙ্গা মনিটর: চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেললেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে নেই বার্সেলোনা। তাদের ছাড়িয়ে গেছে ভালেন্সিয়া! গত বৃহস্পতিবার রাতে করদোবাকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে গত মরসুমে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করা ভালেন্সিয়া। ঘরের মাঠের এ জয়ে ভালেন্সিয়ার পক্ষে গোল তিনটি করেন স্পেনের স্ট্রাইকার পাসো আলকাসের, ডিফেন্ডার হোসে গায়া এবং আলজেরিয়ার মিডফিল্ডার সোফিয়ান ফেঘুলি। এবারের আসরের পাঁচ রাউন্ড শেষে বার্সেলোনা ও ভালেন্সিয়ার পয়েন্ট অবশ্য সমানই আছে, ১৩। গোল ব্যবধানও সমান ১১। তবে বেশি গোল করার হিসেবে জনপ্রিয় দল বার্সেলোনাকে ছাড়িয়ে গেছে ভালেন্সিয়া। প্রতিপক্ষের জালে তারা মোট ১৩ বার বল ঢুকিয়েছে আর বার্সেলোনা গোল করেছে ১১টি। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। আতলেতিকো ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। তারপরের স্থানেই থাকা রিয়ালের পয়েন্ট ৯।