আটকবর/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা পশুহাট ফুটবল টুর্নামেন্টে চন্দ্রবাস একাদশ জয়লাভ করেছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে চন্দ্রবাস একাদশ ৩-০ গোলে হুদাপাড়া একাদশকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন খেলা কমিটির সভাপতি সেলিম খান, সম্পাদক নিহাজ উদ্দীন খান, আয়োজক শফিকুল ইসলাম শফি, সোহরাব, চারুলিয়া ক্যাম্প ইনচার্জ জোনাব আলী, নাটুদা ক্যাম্প ইনচার্জ টিপু সুলতান, নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল আলম, চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, আব্দুল জব্বার, ধারা ভাষ্যকার ফেরদৌস মাস্টারসহ অসংখ্য দর্শক। খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার মেহেদী হাসান। আজ মুখোমুখি হবে রসিকপুর একাদশ ও বল্লভপুর একাদশ।