দর্শনা শান্তিপাড়ায় অভিভাবক সমাবেশে জেলা পরিষদ প্রশাসক মঞ্জু

 

ছেলেমেয়েদের সুশিক্ষিতকরণে মায়ের ভূমিকা অপরিস

দর্শনা অফিস: দর্শনা শান্তিপাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকদের উপস্থিতিতে গতকাল শুক্রবার বিকেলে শান্তিনগর সরকারি প্রথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, সন্তানের প্রথম শিক্ষক হচ্ছেন মা। মায়ের ছোঁয়ায় সন্তান বেড়ে ওঠে সুনাগরিক হিসেবে। সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষকের পাশাপাশি মায়ের ভূমিকা অপরিসীম। একটি কথা মনে রাখতে হবে দেশ, জাতি ও চরিত্র গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে পারে না। আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। সেক্ষেত্রে বর্তমান মেধাবী প্রজন্মের প্রতি যত্নশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান ও দর্শনা পৌর জাসদের সভাপতি হাজি হারুন অর রশিদ। আলোচনা করেন- আ.লীগ নেতা মুন্সি সিরাজুল ইসলাম, শান্তিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক নান্নু খান, পেশ ইমাম কাজি রফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর কাঞ্চন বিবি, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি, তৈয়ব আলী প্রমুখ। সমাবেশে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানসহ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু।