সরোজগঞ্জ প্রতিনিধি: সিনেমার গল্পকেও হার মানিয়েছে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ যাদবপুরের ইউনুচ আলীর মেয়ে রিনা আক্তার। রিনা আক্তারের ১২ আগে বিয়ে হয় চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলামের সাথে। বিয়ের ৪ বছরের মাথায় ১ সন্তান রেখে শহিদুল ইসলাম পাড়ি দেয় সিঙ্গাপুরে। গত জুলাই মাসে বাড়ি এসে ২ মাস বাড়িতে অবস্থান করে চলে যায়। গত বছরের ডিসেম্বরে রিনা আক্তার ঝিনাইদহ কালিগঞ্জের জাহাঙ্গীর আলমের সাথে গোপনে বিয়ে করে রেখেছিলো। শহিদুল সিঙ্গাপুরে চলে যাওয়ার পর গতকাল শুক্রবার শহিদুলের বড় ভাই ওলিউল্লাহ শহিদুলের বউকে আনতে গেলে ঘটে বিপত্তি। ফাঁস হয়ে যায়, রিনা ১ বছর আগে বিয়ে করেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জাহাঙ্গীর আলমের সাথে। এলাকাবাসীর প্রশ্ন, ১ বছর আগে রিনা আক্তার যদি বিয়ে করে থাকে তাহলে গত জুলাই মাসে আগের স্বামীর সাথে কীভাবে সংসার করলো। এ নিয়ে এলাকায় কানাঘোষা চলছে।