আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার হাতিকাটা গ্রামের পরিচিত মুখ বিএনপি একাংশের আলুকদিয়া ইউনিয়ন সভাপতি সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান জোয়ার্দ্দার (৪৮) ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহে……রাজেউন)। দীর্ঘ দু মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩-৪ দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। গতকাল বাদ জুম্মা জানাজা শেষে স্থানীয় জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। তিনি হাতিকাটা গ্রামের মৃত খাইরুল জোয়ার্দ্দারের ছেলে। মৃত্যকালে তিনি স্ত্রী, দু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার খাদিমপুর প্রতিনিধির ভগ্নিপতি।