আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সম্রাট নাসিরকে ৩ মাসের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার মাদকসম্রাট নাসিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা শাদাব্রিজ মোড়ে মাদকদ্রব্যসহ নাসিরকে ডিএসবির সহযোগিতায় পুলিশ গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের মৃত আক্কাচ আলীর ছেলে নাসির উদ্দিন (৩৫) দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন শহরে মাদকদ্রব্য ইনজেকশন সাপ্লাই দিয়ে আসতো এবং নিজেও সেবন করতো। গতকালও সে আলমডাঙ্গায় ইনজেকশন সাপ্লাই দিতে যায়। বিকেলে শাদাব্রিজ মোড়ে সন্দেহজনক ঘোরাফেরা দেখে ডিএসবি মঈনউদ্দিন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তার নিকট থেকে ২টি মোবাইলফোন, পিজিয়াম ইনজেকশন ৩টি, অ্যাম্পুল ১টি ও ২টি সিরিজ পাওয়া যায়। এ সময় এসআই জিয়াউর রহমান তাকে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামানকে অবগত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাসিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।