আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস

 

স্টাফ রিপোর্টার: আজ বীরকন্যা প্রীতিলতার ৮২তম আত্মাহুতি দিবস। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার পুরুষের ছদ্মবেশে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণে নেতৃত্ব দেন। ব্রিটিশ শাসকদের কাছ থেকে দেশকে মুক্ত করার ব্রত নিয়ে প্রীতিলতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দিবসটি উপলক্ষে গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে হামলার নেতৃত্ব দেন প্রীতিলতা। প্রীতিলতা বিপ্লবী আন্দোলনের পাশাপাশি নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

প্রীতিলতা পাঠাগারের উপদেষ্টা ও উপজেলা বাসদ আহ্বায়ক সম ইউনুস জানিয়েছেন, বীরকন্যা আত্মাহুতি দিয়েছিলেন দেশ ও জাতির জন্য। অথচ দীর্ঘ ৮২ বছরে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি বিপ্লবী এই প্রথম নারী শহীদের জীবনী। সরকারিভাবে পালন করা হচ্ছে না কোনো কর্মসূচি। দিবসটি উপলক্ষে সকালে ধলঘাটস্থ বীরকন্যার আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, বীরকন্যা প্রীতিলতা নাটকের শুভ মহরত, দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান প্রীতিলতা ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মেম্বার অরুন বিকাশ চৌধুরী।