মাথাভাঙ্গা মনিটর: ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের পক্ষে তিন হাজারেরও বেশি ইউরোপীয় লড়াই করছে বলে ইউরোপের একজন শীর্ষ সমর বিশেষজ্ঞ জানিয়েছেন। ইইউ’র সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান জিল ড্য কারচভ সম্প্রতি বলেন, আইএস’র হয়ে লড়াই করা ইউরোপীয়র সংখ্যা বেড়ে তিন হাজারেরও বেশি হয়েছে। পশ্চিমা বিশ্বের বিমান হামলার কারণে ইউরোপে জঙ্গি গোষ্ঠীটির হামলার আশঙ্কা আরো বেড়ে গেছে। আগস্টের মাঝামাঝি সময় থেকে ইরাকে আইএস এর প্রায় দুশ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। সোমবার থেকে সিরিয়াতেও আইএস’র বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে। এতে সহায়তা করছে কয়েকটি আরব রাষ্ট্র।