মাথাভাঙ্গা মনিটর: ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আর এদিন জেকোর জোড়া গোলে লিগ কাপে শেফিল্ড ওয়েন্সডেকে ৭-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বড় এ জয় নিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ ইতিহাদে গত বুধবার গোলবন্যার এ ম্যাচে স্বাগতিক সিটি অবশ্য প্রথমার্ধ শেষ করে শূন্য হাতেই। স্বাগতিকদের পক্ষে গোলবন্যার শুরু ও শেষ করেন ধারের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। সিটিকে এগিয়ে দেয়া গোলটি চেলসির সাবেক মিডফিল্ডার করেন ৪৭তম মিনিটে। ম্যাচের শেষ মুহূর্তে গোলবন্যার শেষ করেন তিনি। ল্যাম্পার্ডের শুরু আর শেষ গোলের মাঝে আরও ৫টি গোল পায় সিটি। এর মধ্যে দুটি করেন জেকো। বসনিয়া-হার্জেগোভিনার এ ফরোয়ার্ডের ৫৩তম মিনিটের প্রথম গোলের ঠিক পরের মিনিটেই সিটির পক্ষে ব্যবধান ৩-০ করেন হেসুস নাভাস। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল পান ইয়াইয়া তোরে। এরপর জেকো তার দ্বিতীয় গোল করেন। ৮৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান দলে অভিষিক্ত হোসে আনহেল পোজো। রিয়াল মাদ্রিদ থেকে আসা এ তরুণ ফরোয়ার্ডকে ‘মিনি মেসি’ বলে ডাকা হচ্ছে।