দামুড়হুদায় শিক্ষা বিষয়ক মতবিনিময়সভায় এমপি আলী আজগার টগর

 

এ প্রতিষ্ঠানকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতি.দা.) নূরুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। উপস্থিত ছিলেন অধ্যক্ষ নূরজাহান খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, ইউসুফ আলী, এম. নুরুন্নবী, প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতাসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকাগণ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে সভা শুরু করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, এ প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে দেব। লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক সব মিলিয়ে এ প্রতিষ্ঠানকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। তিনি এর আগে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নতুন তিনতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মিজানুর রহমান।