৪০ লিটার মদসহ মোহাম্মদপুরের অশোক আটক
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দর্শনা মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে অশোক নামের অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করা হয়েছে। তার ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৪০ লিটার কেরুজ বাংলা মদ। অশোকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীর নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের মোহাম্মদপুরের অশোকের বাড়িতে। মিলন কুমার জানিয়েছেন, অশোকের ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪০ লিটার কেরুজ বাংলা মদ। এ অভিযোগে আটক করা হয় অশোককে। এ ঘটনায় মিলন কুমার মুখার্জী বাদী হয়ে গতকালই অশোকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।